গর্ভাবস্থায় গাঁজা সেবনে কী ঘটে? চমকপ্রদ ফলাফল জানাল গবেষণা!
গর্ভাবস্থায় নারীদের গাঁজা সেবন নিয়ে নতুন গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। গবেষণায় বলা হয়েছে, গর্ভাবস্থায় গাঁজা সেবনকারী নারীদের অনাগত সন্তানের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে পারে, এবং গাঁজা সেবনের পরিমাণ বাড়ার সাথে সাথে এই ঝুঁকিও বেড়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে নয় হাজারেরও বেশি মায়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গর্ভাবস্থায় গাঁজা সেবন করলে নবজাতক কম ওজন নিয়ে জন্ম নিতে পারে। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মায়েদের গাঁজা সেবনের মাত্রা যত বেশি, স্বাস্থ্যঝুঁকি ততই বাড়তে পারে। গবেষণার প্রধান এবং ইউটাহ হেলথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. টরি মেটজ বলেন, গর্ভাবস্থায় গাঁজা সেবনের সাথে ঝুঁকির সম্পর্ক স্পষ্ট। তাই গর্ভাবস্থায় গাঁজা এড়ানোই ভালো। গবেষণায় আরও দেখা গেছে, গর্ভাবস্থায় গাঁজা সেবন করা মায়েদের ক্ষেত্রে কম ওজনের শিশু জন্মানো, মৃত সন্তান প্রসব এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যাগুলোর ঝুঁকি প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পায়। ডা. মেটজ বলেন, এই বিষয়গুলো প্লাসেন্টাল ফাংশনের সাথে সম্পর্কিত। আগের গবেষণায় দেখা গেছে, গাঁজা সেবন প্লাসেন্টার ক...